পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাঁকসার দুই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করার পর কাঁকসা ফের উত্তপ্ত হল। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর ও বনকাটির দুই অঞ্চল সভাপতি আব্দুল কালান ও প্রভাত চন্দ্রর নিয়োগকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় কাঁকসা। অপর গোষ্ঠীর কর্মীরা এই দুই অঞ্চল সভাপতিকে অপসারণের জন্য দলীয় কর্মীদের মধ্যে সাক্ষর সংগ্রহ করে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভি শিবদাসনের কাছে আসার সময় আক্রান্ত হয় বলে অভিযোগ।
জানা গেছে, তৃণমুল কংগ্রেসের পাঁচ কর্মীকে ব্যাপক মারধর করে অপর গোষ্ঠী কর্মীরা। কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয়। এদিকে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। দলীয় কর্মীরা না মেনে নেওয়ায় বনকাটি ও ত্রিলোকচন্দ্রপুরের অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। পরে ফের নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করা হবে।