ফাইল চিত্র

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কাঁকসায় ব্লক সভাপতি ছাড়াই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি গড়ে ফেললো পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘ দিন ধরে কাঁকসা ব্লকে তৃণমূল ব্লক সভাপতি পদ খালি রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বার বার কমিটি গঠন করতে গিয়েও ব‍্যর্থ হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই গলসি-১ বিধায়ক অলোক মাজিকে কমিটির মূল দায়িত্ব দিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন পল্লব বন্দোপাধ্যায়, দেবদাস বক্সি ও অশোক মুখার্জীকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিলেন।

কাঁকসা ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কাঁকসা, গোপাল পুর, মলানদিঘি, ত্রিলোকচন্দ্রপুর,বিদবিহার, বনকাটি ও আমলাজোড়া। তার মধ্যে কাঁকসা ও ত্রিলোকচন্দ্রপুর সিপিএমের দখলে রয়েছে। এবার তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সাতটি পঞ্চায়েত নিজেদের দখলে নিতে মরিয়া। অপরদিকে, বিজেপিও কাঁকসা ব্লকে নিজেদের সংগঠন মজবুত করেছে বলে খবর। কাঁকসা ব্লকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস কর্মীরা দ্বন্দ্ব ভুলে সকলে মিলিতভাবে কাঁকসা ব্লকের সাতটি পঞ্চায়েতই নিজেদের দখলে নিতে কাজ শুরু করে দিল।

Like Us On Facebook