পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের সাহেবগঞ্জ-২ পঞ্চায়েতের মাদারবাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতাড় থানার বিশাল পুলিশবাহিনী।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক মাদারবাটি গ্রামে ফিস্ট করছিলেন। খাওয়াদাওয়ার পর কিছু বিজেপি কর্মী-সমর্থক গভীর রাতে মাদারবাটি গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে যে ফ্লেক্স ও ফ্ল্যাগ টাঙানো হয়েছিল সেগুলো তাঁরা ছিঁড়ে দেন এবং প্রচারের জন্য দেয়াল লিখনগুলিতে কাদা লেপে দেওয়া হয়। হয়েছিল সেগুলো তাঁরা নষ্ট করে দেয়। এইভাবে তাঁরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। খবর পাওয়ার সাথে সাথে ভাতাড় থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত ঘটনাস্থলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাদারবাটি গ্রামে।

ভাতাড় বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান, বিজেপির সঙ্গে সিপিএম যুক্ত হয়েছে। তারা মিলিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। শুক্রবার রাতে মাদারবাটি গ্রামে যে ঘটনা ঘটেছে তা চরম নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রশাসন সঠিক বিচার করবে। বিজেপি কর্মী বিশ্বনাথ বিশ্বাস জানান, গতকাল আমরা সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিই এবং বেশ কিছু প্রশ্ন করি। প্রধান তার সঠিক উত্তর দিতে পারেনি। এই পঞ্চায়েতে তাঁরা প্রচুর টাকা নয় ছয় করেছে। বিজেপির লোক দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। তাই বিজেপিকে দমিয়ে দেওয়ার জন্য তাঁরা নিজেরাই এসব করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।

Like Us On Facebook