কাঁকসা মহিলা তৃণমূল কংগ্রেস ও তপশিলি জাতি ও উপজাতি সংগঠনের পক্ষ থেকে কাঁকসা ব্লকের পানাগড় বাজারে রবিবার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মহিলা তৃণমূলের নেত্রী মিনতি হাজরা, কাঁকসা ব্লকের তৃণমূলের সভানেত্রী স্বপ্না বৈদ্য, জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস, তৃণমূল নেতা উত্তম মুখার্জী, প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্যরা। কাঁকসা ব্লক তৃণমূল সভা নেত্রী স্বপ্না বৈদ্য বলেন, আজ প্রায় ৫০০ জনকে দুঃস্থ মানুষকে শীতে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা আগামী দিনে আরও কিছু মানুষকে কম্বল বিতরণ করার চেষ্টা করব।
Like Us On Facebook