তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথা চাড়া দিল রাজবাঁধে। বৃহস্পতিবার দলের কর্মী তথা আইওসি’র ঠিকা শ্রমিকদের মারধর করার অভিযোগ কাঁকসার যুব তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে রাজবাঁধের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপোয় তৃণমূলের ইউনিয়নের ঠিকা শ্রমিকদের মারধর অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের এক ঠিকা শ্রমিক উত্তম বাগদি গুরুতর আহত হয় এঘটনায়। তাকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর কাঁকসার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কুলদীপ সরকার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

আইওসি রাজবাঁধ ডিপোর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সহ সভাপতি সুনীল শ‍্যাম বলেন, উত্তম বাগদিরা ২০০৮ সাল থেকে এই ডিপোতে ঠিকা শ্রমিকের কাজ করছে। ওরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। কুলদীপ সরকার ও তাঁর অনুগামীরা শ্রমিকদের বৃহস্পতিবার কাজে যোগ দিতে নিষেধ করেছিল। কিন্তু শ্রমিকরা কথা না শোনায় তাদের উপর মারধর করে কুলদীপ সরকারের লোকজন। যদিও কাঁকসার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কুলদীপ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। আমি বা আমার লোকজন কেন শ্রমিক সংগঠনের লোকজনদের মারধর করতে যাবে। এসব মিথ্যে অভিযোগ।


Like Us On Facebook