পূর্ব বর্ধমান জেলায় বিরোধীরা প্রার্থী দিতে না পারায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত এলাকায় অকাল হোলি নেমে এসেছে। কার্যত মঙ্গলবার থেকেই গোটা জেলা জুড়ে জায়গায় জায়গায় উৎসবের আমেজ। বুধবার স্ক্রুটিনি পর্বে গলসির ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস।

বুধবার মনোনয়নপত্র পরীক্ষার দিন রীতিমত ব্যান্ড বাজিয়ে মিছিল করে আসে তৃণমুলের প্রার্থী সহ সমর্থকেরা। স্ক্রুটিনি শেষে পঞ্চায়েত দখলের আনন্দে মেতে ওঠে কর্মী সমর্থকরা। ভুঁড়ি পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ জানান, ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৭টি আসনের মধ্যে ৬টিতে বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে। ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস ভুঁড়ি গ্রাম পঞ্চায়েত দখল করল।

Like Us On Facebook