দুর্গাপুর এফসিআই কলোনি এলাকায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে শেষমেশ একটি হাতিকে কাবু করে বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠাল দুর্গাপুরের বন দফতর। অন‍্য আর একটি হাতি বামুনাড়ার জঙ্গলে রয়েছে বলে জানা গেছে। বন দফতরের কর্মীরা ওই হাতিটিকেও কড়া নজরদারিতে রেখেছে।

মঙ্গলবার ভোর রাতে বাঁকুড়ার জঙ্গল থেকে দামোদর পেরিয়ে দুর্গাপুরে ঢুকে পড়ে দুটি হাতি। একটি বড় দাঁতাল অন‍্যটি অপেক্ষাকৃত ছোট। দুটি হাতি দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন রেলগেট ভেঙে স্টেশন বাজার কড়ঙ্গ পাড়া হয়ে বিধান নগরের এফসি আই কলোনিতে ঢুকে পড়ে। আর একটি হাতি বামুনাড়া হয়ে আড়া শিব তলা মন্দিরের দিকে জঙ্গলে চলে যায়। লোকালয়ে ঢুকে পড়ায় সারাদিন দাঁতাল হাতিটিকে কড়া নজরদারিতে রাখে বন দফতরের কর্মীরা। পুলিশ কর্মীরাও হাতির পিছু নেয়। আতঙ্কিত মানুষের সঙ্গে সঙ্গে উৎসাহি মানুষের ঢল নামে হাতি দেখতে। ফলে হাতিকে পর্যবেক্ষণ করতে এবং হাতিকে কাবু করতে বন দফতরের কর্মীদের নাভিশ্বাস ওঠে। শেষমেশ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে একটি হাতিকে ক্রেনে করে তুলে ট্রাকে করে বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠানো হয়। অন‍্য হাতিটিকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানান দুর্গাপুরের মুখ‍্য বনপাল মিলন কান্তি মন্ডল।



Like Us On Facebook