.

রবিবার ছুটির দিন। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জোরকদমে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন। এদিন দলীয় প্রার্থীদের ভোট দেবার আবেদন সকলের কাছে পৌঁছে দিতে কাঁকসা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রবিবার সকাল সকাল ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে প্রচারে নামে। ত্রিলোকচন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা বেগম, পূর্ণিমা বাগদি, বিনু গোস্বামী, মিন্টু খাঁ ও জেলা পরিষদ প্রার্থী মুনমুন দাস এদিন ত্রিলোকচন্দ্রপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন।

Like Us On Facebook