.
রাত পোহালেই মকর সংক্রান্তির পূন্যস্নান। মকর স্নান সেরে রাধাগোবিন্দ মন্দিরে ভক্তরা পুজো সারবেন। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের আশায় এবারও বীরভূমের অজয় নদের তীরে জয়দেব মেলার প্রস্তুতি পর্ব শেষ। কাঁকসা সংলগ্ন অজয় ঘাটে মঙ্গলবার কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য মকর স্নান উপলক্ষে যাবতীয় প্রস্তুতি পর্ব দেখে এলেন। জয়দেব মেলা উপলক্ষে বীরভূম ও দুই বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির জন্য আকাশ পথে ড্রোন ব্যবহার করা হবে বলে জানা গেছে। বীরভূম ও বর্ধমান জেলা প্রশাসন জয়দেব মেলায় আগত পূন্যার্থীদের যাতায়াত সহ মেলা দর্শনের সব রকম সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন।
Like Us On Facebook