প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। তবে শাসক দলের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে ভোট ময়দানে লড়াই করতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। এতদিন শাসক দলের ভয়ে দেওয়াল লিখন চলছিল রাতের অন্ধকারে। কিন্তু ভোট যত এগিয়ে আসছে আত্মবিশ্বাসী বিজেপি কর্মীরা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারের বদলে দিনের আলোয় শাসক দলের কর্মীদের সামনেই দেওয়াল লিখন করছেন। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের গোষ্ঠ গোপাল বিথীতে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহ-সভাপতি মনোহর কোঙারের নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রার্থীর নাম না লিখেই বিজেপির সমর্থনে ভোট প্রার্থনা করে দেওয়াল লিখন করলেন।
আগামী ১৬ মার্চ সম্ভবত বিজেপি নেতৃত্ব প্রার্থী তালিকা ঘোষণা করবে। বিজেপির দলীয় কার্যালয় সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে যে তিন জন প্রার্থীর নাম নিয়ে জোর আলোচনা চলছে তাঁরা হলেন বিজেপি রাজ্য নেতৃত্বের তিন শীর্ষ নেতৃত্ব সুভাষ সরকার, সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায়। এই তিন জনের একজনকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি কর্মীরা প্রার্থী করতে দলীয় স্তরে আগ্রহের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।