বাড়ি বাড়ি প্রচার পুস্তিকা, পথসভা ও সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। বৃহস্পতিবার ছিল বাম আন্দোলনের পথিকৃৎ কার্ল মার্কসের ১৩৬ তম মৃত্যু দিবস। দুর্গাপুরের বেনাচিতির এসইউসিআই-এর দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার এসইউসিআই জেলার সাংগঠনিক কর্মীসভায় কার্ল মার্কসের ছবিতে মাল্যদান করে সুচেতা কুন্ডু নির্বাচনী প্রচার শুরু করলেন।

এদিনের কর্মীসভায় রাজ্য কমিটির সদস্য ও এসইউসিআই-এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সুন্দর চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় দলীয় কর্মীদের কিভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের তৈরি করা প্রতিকূলতাকে এড়িয়ে এবং নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট ভঙ্গ না করে প্রচারে মানুষের মনে জায়গা করে নিতে হবে সেই কৌশলের পাঠ দেন দলের বর্ষীয়ান নেতৃবৃন্দ‌।

দলীয় প্রার্থী সুচেতা কুন্ডু দলীয় শৃঙ্খলাকে আঁকড়ে ধরে বছরভর শিক্ষা থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলীয় আন্দোলন এবং কেন্দ্রের বিজেপি সরকারের গত পাঁচ বছরে নোট বন্দি সহ একের পর হঠকারী সিদ্ধান্তে মানুষের দুর্ভোগ, কেন্দ্রীয় সরকারের একের পর এক দুর্নীতি এবং একই সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অপশাসন ও সিপিএমের সুবিধাবাদী নীতি সব কিছু প্রচারের হাতিয়ার এবার অধ্যাপিকা সুচেতা দেবীর।

সুচেতা কুন্ডু বলেন, ‘ভোট কাটাকুটির খেলায় নয় শ্রেণি সংগ্রাম ও গণ আন্দোলনকে আরও শক্তিশালী করতে সারা দেশে ২০ টি রাজ্যে ও ৩ টি কেন্দ্র শাসিত অঞ্চলে ১১৯ টি লোকসভা আসনে প্রার্থী এসইউসিআই প্রার্থী দিয়েছে। এরাজ্যে আমরা আমরা ৪২ টি আসনেই লড়াই করছি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে আমি এবং আসানসোলে জেলা কমিটির সদস্য অমর চৌধুরী ও বর্ধমান পূর্ব আসনে প্রার্থী দলের হোল টাইমার নির্মল মাঝি।


Like Us On Facebook