.
বার বার চুরির ঘটনা ঘটছে উখরা এলাকায়। কিন্তু চোর আজও অধরা। এবার উখরার একটি হোলসেল স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটল। এক চোর দোকান থেকে মোবাইল চুরি করে সুচতুরভাবে সেই মোবাইলটি নিয়ে পালালো আর সেই চুরির দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ল। সেই ছবি পুলিশকে দেওয়া হলেও চোর এখনও অধরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, গোটা মার্কেটে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা চোরের হাত থেকে আজ অবধি নিস্তার পেলেন না।’ এদিকে সিসি ক্যামেরার ছবি থেকে চোরকে পাকড়াও করতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook