এলাকার পুকুরগুলি মৎস্য চাষের উপযোগী কিনা তা দেখতে গিয়ে ত্রিলোকচন্দ্রপুরের একটি পুকুর থেকে কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস ত্রিলোকচন্দ্রপুর জরিলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া মিড-ডে মিলের বাসন পত্র উদ্ধার করলেন।
রবিবার কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস এলাকার পুকুরগুলিতে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য চাষ নিয়ে কথা বলতে গিয়ে মাছ ধরার ইচ্ছা প্রকাশ করেন। বিডিওর কথা মত পুকুরে জাল ফেলা হয়। এরপরেই মাছের পরিবর্তে ত্রিলোকচন্দ্রপুর জরিলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দিন পনেরো আগে মিড-ডে মিল রান্নার জন্য ব্যবহৃত চুরি যাওয়া বাসন পত্র জালে উঠে আসে। বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন স্কুলের মিড-ডে মিলের চুরি যাওয়া বাসন পত্র স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে শীঘ্রই।
Like Us On Facebook