পৃথক পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শিক্ষক সহ মোট ২ জনের। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বর্ধমান থেকে আসানসোলে যাওয়ার পথে বর্ধমান স্টেশনের ১ নং প্লাটফর্মে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কর্মী ও আসানসোল রেল স্কুলের শিক্ষক অলোক কুমার ভট্টাচার্য (৫৬)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। অলোক কুমার ভট্টাচার্যের বাড়ি পূর্ব বর্ধমানের মেড়াল গ্রামে।
অন্যদিকে, এদিন সকালে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মেমারি স্টেশনের ১ নং প্লাটফর্মে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সেখ শুকুর (৭০) নামে এক ব্যক্তির। দু’দিন আগে বীরভূমের মাড়গ্রামের বাসিন্দা সেখ শুকুর মেমারি শহরে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। মেমারি থেকে বীরভূম ফেরার পথে মেমারি স্টেশনে এই ঘটনা ঘটে। রেল পুলিশের পক্ষ থেকে ২ টি দেহই ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।