দিনে দুপুরে উখড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার ফের চুরির ঘটনায় চ্ঞ্চল্য ছড়ায় এলাকায়। গত একমাসে পর পর উখড়ার বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ বাড়ছে। জানা গেছে নন্দলাল মণ্ডল এক ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙ্গে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আট হাজার টাকা ও কিছু মূল্যবান জিনিস পত্র ণিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।