কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামে। ঘটনাটি ঘটেছে মেমারির বেগুট গ্রামে। বেগুট গ্রামের মুখোপাধ্যায় পরিবারের কালী মন্দিরে মঙ্গলবার রাতে চুরি যায় লক্ষাধিক টাকার গহণা সহ অন্যান্য সামগ্রী।

মুখোপাধ্যায় পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসে মন্দিরে চুরির ঘটনা। মন্দিরের দুটি দরজার তালা ভেঙে দেবী মূর্তির গায়ে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা ও প্রায় ৪০ ভরি রুপোর গহনা এবং অন্যান্য পুজোর সামগ্রী দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয়। প্রাথমিকভাবে অনুমান চুরি যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় মেমারি থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Like Us On Facebook