.

শুক্রবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বুদবুদের মানকর ক্যাম্প এলাকায়। এলাকার দুটি বাড়ি ও একটি রেলের কোয়ার্টারের দরজার তালা ভেঙে দুটি বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার দামি পোশাক ও আলমারি ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও একটি বাড়ি থেকে ১০ হাজার টাকা এবং অপর বাড়ি থেকে ২৫ হাজার টাকা চুরি গেছে বলে দাবি। পাশাপাশি রেলের কোয়ার্টার থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ খাদ্য সামগ্রী ও আলমারি ভেঙে দামি পোশাক চুরি যায়। স্থানীয়দের অভিযোগ, বুদবুদ থানায় বারংবার ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসে নি।

Like Us On Facebook