বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের রামকৃষ্ণপল্লীতে এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটল। পরিবারের দাবি, ২০ ভরি সোনা সহ ৩০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ওই সেনা কর্মীর নাম স্নেহাংশু ঘোষ, তিনি বর্তমানে ভারত-চীন সীমান্তে কর্মরত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। স্ত্রী তাপসী ঘোষ জানান, তিনি পুজো দেখতে বাবার বাড়ি গিয়েছিলেন সেই সুযোগে বাড়ির তালা ভেঙে বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতিরা। তাপসী ঘোষ বলেন, ‘আজ সকালে প্রতিবেশীরা ফোন করে তাঁর বাড়ির মেন দরজার তালা ভাঙা বলে জানান। তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতিরা। বাড়িতে প্রায় ২০ ভরি সোনার গহনা, ৩০ হাজার টাকা ও বেশ কিছু দামি শাড়ি ও আসবাবপত্র নিয়ে গেছে চোরের দল’। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতাড় থানার পুলিশ।