.

কাটমানি সহ বিভিন্ন বিষয়ে পুলিশের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও পুলিশের দ্বিচারিতার অভিযোগে বিজেপি কর্মীরা রাজ্যের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থানা ও প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের কাঁকসা থানা ও বিডিও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করলেন কাঁকসার বিজেপি কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই ও কাঁকসার বিজেপি নেতা রমন শর্মার নেতৃত্বে বৃহস্পতিবার বিজেপি কর্মীরা এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে কার্যত কাঁকসা থানা ও স্থানীয় বিডিও কার্যালয় ঘেরাও করেন। এদিন প্রচুর বিজেপি কর্মী দলীয় কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার পান্ডবেশ্বর ও অন্ডালেও বিজেপি কর্মীরা থানা ও বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল।




Like Us On Facebook