চলতি মাসেই অজয় নদের অস্থায়ী ব্রিজ হঠাৎ আসা জলে ভেসে গিয়েছিল। পরে তা মেরামত করে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ফের যোগসূত্র স্থাপন করা হয়। সোমবার সন্ধ্যায় ফের সেই অস্থায়ী ব্রিজটি প্রবল জলের তোড়ে ভেসে গেলে আবার বিছিন্ন হল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় দুই জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় মানুষ মনে করছেন, বিহারে বৃষ্টির কারণে প্রবল জলরাশির তোড়ে অজয় নদের অস্থায়ী ব্রিজ ফের ভেসে গেল। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা। অন্ধকারে‌ যাতে কোন মানুষ জলের তোড়ের মুখে না পড়েন তাই ভেঙে যাওয়া অংশ বাঁশ দিয়ে দেওয়া হল।

Like Us On Facebook