দুর্গাপুরের লাউদোহা লস্করবাঁধ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর সঙ্গে এক শিক্ষক অশালীন আচরণ করার দায়ে বুধবার রাতে ছাত্রীর বাবার অভিযোগে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলে। এই ঘটনায় লস্করবাঁধ এলাকায় ব্যাপক উত্তেজানা ছড়ায়। অভিযুক্ত শিক্ষকের নাম প্রদীপ ঘোষ। তিনি লাউদোহার নতুন ডাঙ্গার বাসিন্দা হলেও প্রদীপবাবু পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে থাকেন। স্বামীর বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে প্রদীপবাবুর স্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন আমার স্বামীর সাথে আমি ১৩ বছর ঘর করছি। আমি আমার স্বামীকে চিনি। উনি এই একটি শিশুর সঙ্গে কোন ভাবেই অভব্য আচরন করতে পারেন না। এটা একটা বড় সড় চক্রান্ত ছাড়া কিছু নয়। যদিও লস্করবাঁধ এলাকার মানুষ ওই শিক্ষককে স্কুলে আর দেখতে চান না বলে বিক্ষোভ দেখায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক মোদী বলেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে।
Like Us On Facebook