তেল ট্যাঙ্কারের চালকের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২। ট্যাঙ্কার চালকের অভিযোগের ভিত্তিতে ভাতাড় থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সাবির শেখ ও মহব্বত শেখ। সাবিরের বাড়ি দেওয়ানদিঘি থানার পালিতপুরে ও মহব্বতের বাড়ি ভিটা শোনপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইন্ডিয়ান অয়েলের একটি তেল ট্যাঙ্কার বর্ধমানের বলগোনার কাছে একটি পাম্পে তেল দিয়ে রাজবাঁধ ফিরছিল। ফেরার পথে ভাতাড় থানার নর্জা ব্রিজের কাছে বাইক আরোহী দুই যুবক ট্যাঙ্কারটি থামিয়ে চালকের মোবাইল, কয়েক হাজার টাকা ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ট্যাঙ্কার চালক দুষ্কৃতীদের বাইকের নম্বর দেখে নেয়। কাঁকসার ভুয়াল যাদব নামের ওই ট্যাঙ্কার চালক ভাতাড় থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ভাতাড় থানার পুলিশ তদন্তে নেমে সাবির শেখ ও মহব্বত শেখকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলে পুলিশ।