গুসকরা পুরসভার সাফাইকর্মীরা বকেয়া বেতন না পাওয়ায় সাফাইয়ের কাজ বন্ধ করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন পুরসভায়। গুসকরা পুরসভার প্রায় ১৬০ জন সাফাইকর্মী এই কর্মবিরতির কথা ঘোষণা করে বলেন, ‘বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন।’ সাফাইকর্মীরা কাজ বন্ধ রাখার জেরে পুরপরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পুরসভা সূত্রে জানা গেছে, গুসকরা পুরসভায় ১৬০ জন সাফাইকর্মী কাজ করেন। তাঁরা দৈনিক ২১০ টাকা মজুরির পান। রয়েছেন ১৭ জন মহিলা সাফাইকর্মীও। প্রতি মাসে সাফাই কর্মীদের জন্য প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়ে থাকে। প্রতি দুসপ্তাহ অন্তর তাঁরা বেতন পান। যদিও পুরসভার এক্সিকিউটিভ অফিসার আকলিমা খাতুন বলেন, ‘যে ফান্ড থেকে সাফাইকর্মীদের বেতন দেওয়া হয় সেই আ্যকাউন্টে এখনও টাকা আসেনি। তবে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। সমস্যা শীঘ্রই মিটে যাবে।’
পুরসভার বিক্ষোভরত সাফাইকর্মীরা জানিয়েছেন, তাঁরা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শেষবার বেতন পেয়েছিলেন। সেটা ছিল ডিসেম্বরের বকেয়া। তারপর থেকে এখনও বকেয়া বেতন পাননি। সাফাইকর্মীরা বলেন, ‘দেড়মাস ধরে কাজ করেও বেতন না পাওয়ায় সংসার চালাতে পারছি না। পরিবার নিয়ে সঙ্কটে পড়েছি আমরা। বার বার বলা সত্বেও পুরসভা টাকা দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা সাফাইকাজ বন্ধ করে প্রতিবাদ করছি।’