মন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হলেন। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন বেলেঘাটা আইডিতে ভর্তি আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, করোনা আবহের মধ্যেও স্বপন দেবনাথ করোনা সচেতনতার প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কর্ম তৎপরতা দেখিয়েছেন। বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে সচেতনতার প্রচারে তিনি পিপিই পোশাক পরে গোটা পূর্ব বর্ধমান জেলার আনাচে কানাচে চষে বেড়িয়েছেন। কখনও টোটোয় চেপে আবার কখনও পায়ে হেঁটে হাতে মাইক নিয়ে সারাদিন ধরে চালিয়েছেন করোনা সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন করার প্রচার। মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন জেলাবাসী