ইসিএলের নিরাপত্তা রক্ষীদের ব্যবহৃত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক চার বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে ইসিএলের বাংকোলা কোলিয়ারির নাকড়াকোন্দা সিআইএসএফ ক্যাম্পের কাছে। মৃত শিশুর নাম পরমিৎ সিং। বিহারের বাসিন্দা। পরমিৎ নাকড়াকোন্দায় দাদুর বাড়ী আসে কয়েকদিন আগে। দাদু রাম চন্দ্র সিং ইসিএলের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাদুর কাছে পড়াশোনা করবে বলে পরমিৎ-এর মা বাবা বিহার থেকে কয়েক দিন আগে নাকড়াকোন্দায় নিয়ে আসে পরমিৎকে। মঙ্গলবার সন্ধ্যার পর পরমিৎ দাদুর কাছে ফ্রুট জুস খাওয়ার বায়না করে। নাতির সেই বায়না মেটাতে দাদু রাম চন্দ্র নাতিকে নিয়ে দোকানে যাচ্ছিলেন। জানা গেছে, দাদুর হাত ধরে দোকানে যাবার সময় হঠাৎই ইসিএলের নিরাপত্তা রক্ষীদের ব্যবহৃত একটি বোলেরো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দাদু ও নাতি উভয় কেই সজোরে ধাক্কা মারলে দাদু রাস্তার ধারে ছিটকে পড়লেও নাতি পরমিৎ এর শেষ রক্ষা হলনা। ঘটনাস্থলেই পরমিৎ বোলেরোর চাকায় পিষ্ট হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটির স্থায়ী চালক গাড়ীটি না চালিয়ে অন্য একজনকে রাস্তায় গাড়ী চালানোর প্রাকটিস করতে দেয় এতেই সেই যুবক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

চোখের সামনে চার বছরের শিশু পরমিতের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে না পেরে স্থানীয় মানুষ বোলেরোর দুই চালককে মারতে উদ্যত হলে তারা কোন ক্রমে সামনের সিআইএসএফ কোয়ার্টারে লুকিয়ে প্রাণ বাঁচায়। এদিকে ঘাতক বোলেরোটিকে উত্তেজিত জনতা ব‍্যাপক ভাঙচুর করে। দাঁড়িয়ে থাকা অন্য গাড়ীতেও ভাঙচুর করে। গাড়ী উল্টে দিয়ে আগুন ধরাতে উদ্যৎ হলে পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয়। এলাকায় কমব‍্যাট ফোর্স নামানো হয়েছে। গোটা এলাকা থমথমে। নাতি পরমিৎকে হারিয়ে দাদু রাম চন্দ্র সিং বাকরুদ্ধ হয়ে পড়েন। দুই চালককে পুলিশ আটক করেছে।

Like Us On Facebook