বিরাট পুলিশ বাহিনী নিয়ে ইসিএলের কোয়ার্টার দখলমুক্ত করতে গিয়েও দখলদার উচ্ছেদ থেকে পিছু হঠাতে হল ইসিএল আধিকারিকদের। অভিযান বন্ধ করে খালি হাতে ফিরে আসতে হল ইসিএল আধিকারিকদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অন্ডালের বাঁকোলা এরিয়ায়। জানা গেছে, শেষমেশ চাপে পড়ে ইসিএলের আধিকারিকরা আবাসন জবরদখলদারদের একমাসের সময় সীমা দিয়ে ফিরে যান। এই ঘটনায় ইসিএলের আধিকারিকদের বিরুদ্ধে সোচ্চার হন গোট এলাকার মানুষ।

জানা গেছে, ২০১৭ সালে ইসিএল কর্তৃপক্ষ ইসিএল আবাসনগুলি থেকে জবরদখল উচ্ছেদ করতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়‌। এরপর আবাসনগুলি দখল মুক্ত করার নির্দেশ দেয় আদালত। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ কার্যকর করতে মঙ্গলবার ইসিএলের আধিকারিকরা অন্ডালের বাঁকোলা এরিয়ায় ইসিএল আবাসন জবরদখল মুক্ত করতে যান। সঙ্গে দুর্গাপুরের এসিপি আরিশ বিল্লাল সহ বিশাল পুলিশ বাহিনী ছিল। কিন্তু বাদ সাধল প্রশান্ত বাউরি নামে এক জবরদখলকারী। প্রশান্ত বাউরি ইসিএল আধিকারিকদের কাছে বিনা সময় সীমায় কেন আবাসন উচ্ছেদ অভিযান করা হচ্ছে তার কারণ জানতে চান। উচ্ছেদ করলে তারা কোথায় যাবেন এই প্রশ্ন তোলেন। মানবিক কারণে জবরদখলদারদের প্রতি কি একটু মানবিক মুখ দেখানো যায় না। এই প্রশ্নও তোলেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একই প্রশ্ন তুলে প্রশান্তর‌ পক্ষ নেয় বলে জানা গেছে। এরপরেই ইসিএল কর্তৃপক্ষ মানবিক কারণে এক মাসের সময় সীমা দিয়ে ফিরে যায়।


Like Us On Facebook