ভারতীয় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সেনানীর কাঁকসার জমি দখল মুক্ত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন তার স্ত্রী। সারা জীবন দেশের সেবা করে জীবনের শেষ প্রান্তে এসে ভারতীয় সেনাবাহিনীর অসুস্থ সেনানীর জমি দখল মুক্ত করতে প্রশাসনের অসহযোগিতা পেয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে।

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার সুবোধ মজুমদার অবসরের পর সস্ত্রীক থাকবেন বলে ত্রিলোকচন্দ্রপুরে ইজ্জতগঞ্জ ডিফেন্স কলোনিতে ভারতীয় সেনাবাহিনীর থেকে প্রাপ্ত ছয় বিঘা দশ কাটা জমি নেন অবসরের আগে। বর্তমানে অসুস্থ সুবোধ মজুমদার। সুবোধ মজুমদার সস্ত্রীক দিল্লিতেই বাস করেন। সুবোধবাবু অবসরের পর তাঁর জমি নিয়ে খোঁজ করতেই দেখেন স্থানীয় শংকর মন্ডল নামে এক প্রভাবশালী ব‍্যক্তি সুবোধবাবুর জমিটি দখল করে ওই জমিতে চাষ-আবাদ করছেন। জমিতে পাম্প বসিয়ে চাষের জমিতে জলসরবরাহের ব‍্যবসা চালাচ্ছে।

সুবোধবাবুর স্ত্রী রীতা মজুমদারের অভিযোগ, গত ছয় বছর ধরে তিনি স্থানীয় বিডিও, দুর্গাপুরের মহকুমাশাসক, জেলাশাসকের দুয়ারে দুয়ারে ঘুরছেন। আইনি লড়াই চালাচ্ছেন। কিন্তু কোন ফল হয়নি। প্রশাসনের তরফে আবেদনের ভিত্তিতে সেনাকর্মীর জমি উদ্ধারে কোন ব‍্যবস্থাও নেয়নি প্রশাসনের কর্তারা। এদিকে সেনাকর্মীর জমি দখল করে এলাকায় বুক ফুলিয়ে ঘুরছে অভিযুক্ত শংকর মন্ডল। মঙ্গলবার নিজের দখল হয়ে যাওয়া জমির উপর দাঁড়িয়ে মানসিক যন্ত্রণায় দগ্ধ রীতাদেবী কেঁদে ফেলেন এবং প্রশাসনের অসহযোগিতার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন।

Like Us On Facebook