বর্ধমানের আকাশে সুপারমুন

আজ রাতে সাত দশকের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও অতিকায় চাঁদ দেখা মিলছে বর্ধমানে। বিজ্ঞানীদের মতে এই চাঁদ স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। আজকের এই সুপারমুন খালি চোখেই দেখা যাবে। এর আগে সুপারমুনের দেখা মিলেছিল ১৯৪৮ সালে। ২০৩৪ সালে আবার সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই অতিকায় চাঁদ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে উত্তর আমেরিকা থেকে।