বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই টাটা সুমো। ঘটনায় মৃত ২, জখম ২। মেমারি থানার তক্তিপুর মোড় এলাকার ঘটনা। ঘটনার পর রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেমারি থেকে সাতগাছিয়ার দিকে একটি যাত্রীবোঝাই টাটা সুমো বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মেমারির তক্তিপুর মোড় এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন ৪ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন চিকিৎসাধীন।
Like Us On Facebook