শনিবার বিকেলে হঠাৎ প্রবল ঝড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার এ-জোন প্রান্তিকা হেল্থ সেন্টার সংলগ্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যাক্তি। স্থানীয় মানুষজন আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তির নাম সিন্টু সাহা, ৪০ বছর বয়স। জানা গেছে, ঝড়ের সময় বাড়ির পাশে রাখা তাঁর বাইক আনতে গেলে একটি বড় ইউক্যালিপটাস গাছের ডাল তাঁর উপর ভেঙে পড়ে।

শনিবার বিকেলে প্রবল ঝড়বৃষ্টির জেরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বিগবাজারের (স্মার্ট বাজার) সামনে ব্যস্ততম রাস্তায় গাছ পড়ে বিপত্তি বাধে। বন্ধ হয়ে যায় যান চলাচল। গাছ চাপা পড়ে যায় একটি যাত্রী সহ টোটো ও একটি স্কুটি। টোটো চালক ছাড়াও টোটোতে তিনজন মহিলা যাত্রী ও দুটি বাচ্চা ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। চাপা পড়ে যায় একটি স্কুটিও। পাশাপাশি তার নিয়ে বিদ্যুতের খুঁটিও পড়ে যায়, কেবল ও বিদুতের তার ছিড়ে যায়। ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও পৌরসভার আধিকারিকেরা। এরপর পৌরসভা থেকে মেশিন দিয়ে গাছ কাটার কাজ শুরু হয়। সন্ধ্যায় সিটি সেন্টারে ব্যস্ততম রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন এলাকায় এদিন গাছ উপড়ে পড়ে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনও অনেক জায়গায় বিদ্যুৎ নেই বলে জানা গেছে।

Like Us On Facebook