.
ফের ধসের আতঙ্ক আসানসোলের সাঁকতোড়িয়ায়। সোমবার সাঁকতোড়িয়ার শিশুবাগান এলাকার ইসরায়েল কুরেশির বাড়ির উঠোনে ধস নামে। মঙ্গলবার সেই ধস বড় আকার নেয়। উঠোনে বড়সড় গর্ত তৈরি হয়। গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং ইসরায়েল কুরেশির বাড়িতেও প্রচুর ফাটল তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক। কয়েক বছর আগেই ওই এলাকা ধসপ্রবণ ঘোষণা করেছিল ইসিএল। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এলাকার বাসিন্দাদের পুর্নবাসনের ব্যবস্থা করছে বলে জানা গেছে।
Like Us On Facebook