নিম্নচাপের জেরে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে অন্ডাল থানার খাস কাজড়া এলাকায় ইসিএলের ১০ নম্বর কোলিয়ারির কাছে ধস নামলো। এবং শুক্রবার রাতে এই ধসের ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। শনিবার সকালে ইসিএলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধসের পর কোনরকম দুর্ঘটনা এড়াতে ইসিএল আধিকারিকরা ধসের জায়গাটিকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন। এভাবে বিশাল জায়গাজুড়ে ধসের কারণে এলাকার মানুষ আতঙ্কিত। ধস কবলিত জায়গার সামনেই রয়েছে জনবসতি। স্বাভাবিকভাবেই ধসের কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Like Us On Facebook