সোমবার রাত সাড়ে দশটা নাগাদ উদ্ধার হল অন্ডালের জামবাদ খোলামুখ খনির ধসে চাপা পড়া মহিলার মৃতদেহ। টানা দশদিন ধরে ইসিএল উদ্ধার কাজ চালানোর পর অবশেষে সোমবার রাতে ধসে চাপা পড়ে যাওয়া মহিলার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃতদেহটি উদ্ধারের পর স্থানীয় মানুষ মৃতদেহটি আটকে রেখে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভে সামিল হন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখে অন্ডালের জামবাদ খোলামুখ খনি এলাকায় ধসে একটি বাড়ি সম্পূর্ণ ভাবে তলিয়ে যায়। বাড়ির মধ্যে থাকা শাহনাজ খাতুন (৩৮) নামের এক মহিলা ধসে মাটির তলায় তলিয়ে যান। এই ঘটনায় স্থানীয়রা ইসিএলের কাছে পুনর্বাসন ও ধসে নিখোঁজ মহিলার দেহ উদ্ধারের জন্য বিক্ষোভে সামিল হন। স্থানীয় মানুষের পাশে এসে দাঁড়ান আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ফলে তড়িঘড়ি ইসিএলের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়। সোমবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মাটির নীচ থেকে উদ্ধার হয় ধসে তলিয়ে যাওয়া মহিলার পচা-গলা দেহ। এলাকায় কোনরকম অসন্তোষ আটকাতে নামনো হয় বিশাল পুলিশ বাহিনী ও সিআইএসএফ। মৃতদেহ আটকে রেখে স্থানীয় মানুষ ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন। পরে অবশ্য পুলিশের আশ্বাসে মৃতদেহ ময়না তদন্তের জন্য ছাড়েন স্থানীয়রা।