বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে রায়নার সুবলদহ গ্রাম থেকে বিপ্লবী রাসবিহারী ঘোষের জন্মভিটে খন্ডঘোষের তোড়কোনা গ্রাম পর্যন্ত তিরিশ কিলোমিটার রাস্তায় জনসংযোগ মিছিলে পা মেলালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এই মিছিল আগামীকাল তোড়কোনা গ্রামে শেষ হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ-সভাধিপতি দেবু টুডু, খন্ডঘোষের বিধায়ক নবীন বাগ, রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই সহ স্থানীয় তৃণমুল নেতা কর্মীরা।

এদিনের এই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘কেন্দ্রে বিজেপি সরকার মিথ্যা প্রতিশ্রতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এখনও পর্যন্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল সুবলদহ গ্রামে এসে এই গ্রাম দত্তক নেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অন্যদিকে আমাদের রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ লক্ষ টাকা দিয়েছে এই স্থানের উন্নয়ন করার জন্য। এছাড়াও স্থানীয় সাংসদ এবং বিধায়কের উন্নয়ন তহবিল থেকেও টাকা দেওয়া হচ্ছে রাসবিহারী বসুর জন্ম


Like Us On Facebook