দিন কয়েক আগেই রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে সংরক্ষণের কাজ নিয়ে। সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে এই এলাকাকে গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৫৭ লক্ষাধিক টাকা বরাদ্দ করলেও এখনও পাকা রাস্তা না হওয়ায় এবং কাজের মান নিয়ে চুড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বপনবাবু। সঙ্গে থাকা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্তকে তিনি এলাকার রাস্তাটি পাকা করে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।
শুক্রবার তৃণমূল কংগ্রসের উদ্যোগে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে রায়নার সুবলদহ গ্রাম থেকে বিপ্লবী রাসবিহারী ঘোষের জন্মভিটে খন্ডঘোষের তোড়কোনা গ্রাম পর্যন্ত তিরিশ কিলোমিটার পদযাত্রায় পা মেলালেন রাজ্যের পূর্তমন্ত্রী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা। এদিন সুবলদহ গ্রামে এসে রাসবিহারী বসুর জন্মভিটে সংস্কারের কাজ দেখে অরূপ বিশ্বাসও অসন্তোষ প্রকাশ করেন।
পাশাপাশি রাসবিহারী বসুর জন্মভিটে সংস্কারের কাজ নিয়ে এলাকার মানুষের আবেগমিশ্রিত ক্ষোভও শুক্রবার প্রকাশ পেল। এলাকার মানুষ সুবলদহ গ্রামের রাসবিহারী বসুর জন্মভিটেকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীরা এদিন অভিযোগ করেছেন, এলাকার মানুষদের না জানিয়েই এমনকি রাসবিহারী বসু ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটির সদস্যদের না জানিয়েই অপরিকল্পিতভাবে টাকা খরচ করা হচ্ছে। কত টাকা কোথায় খরচ হচ্ছে তা ব্লক নেতৃত্ব কিছুই জানাচ্ছেন না। এমনকি অত্যন্ত নিম্নমানের মালপত্র দিয়ে তৈরি করা হচ্ছে জন্মভিটের সীমানা প্রাচীর। তাঁরা বারবার এব্যাপারে জানতে চেয়েছেন কিন্তু কোন লাভ হয়নি। ব্লক স্তর থেকে জেলা প্রশাসনের কেউই তাঁদের কিছু জানাচ্ছেন না। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে অথচ তা সঠিকভাবে খরচ হচ্ছে না – বিষয়টি মুখ্যমন্ত্রীর জানা উচিত বলে দাবি করেন গ্রামবাসীরা।