চার ছাত্র ও যুব নেতাকে দল সাসপেন্ড করার প্রতিবাদে কুলটি কলেজে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখাল৷ সোমবার সকালে কুলটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে নামে৷ তাদের বক্তব্য গভর্নিং বডি যখন পড়ুয়াদের স্বার্থ বজায় রাখতে পারছেনা, তখন তারা নিজেদের লড়াই নিজেরাই লড়ে নেবে।

উল্লেখ্য, শনিবার কুলটি কলেজে বৈঠকে গেলে রাজ্যের মন্ত্রী তথা কুলটি কলেজের গভর্নিং বডির সভাপতি মলয় ঘটককে কালো পতাকা দেখানোর পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হয় তিন তৃণমূল ছাত্রনেতা সহ এক তৃণমূল যুব নেতাকে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে যতীন গুপ্ত, সৌরভ ঘোষাল, অভিষেক চক্রবর্তী নামে তিন চাত্র নেতা এবং যুব নেতা সৌমেন হাজরাকে বহিষ্কার করে দল। তারই প্রতিবাদে সোমবার কলেজের পড়ুয়ারা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook