জেলা সর্বশিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে শুরু হল ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’ কর্মসূচি। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন বর্ধমান বিদ্যার্থী গার্লস হাই স্কুলে জেলাস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক অংশুমান ভট্টাচার্য (শিক্ষা), মহকুমা শাসক (উত্তর) অনির্বাণ কোলে, জেলা প্রকল্প আধিকারিক মৌলী সান্যাল সহ অন্যান্যরা।
এদিন নির্মল বাংলা গঠনে ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। একইসঙ্গে নির্মল পরিবেশ গড়ার ডাক দিয়ে নিজের হাতে ঝাড়ু তুলে নিয়ে স্কুল সাফাই করেন খোদ জেলাশাসক। তিনি বলেন, রোগের চিকিৎসা করার আগে রোগ যাতে না হয় সেই দিকে নজর দিতে হবে। তার প্রধান শর্ত পরিচ্ছন্নতা। সেই দিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে অনেক রোগই নিরাময় শুধু নয় সমাজ থেকে দূর করা সম্ভব। এরই পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মুইধাড়া প্রাথমিক বিদ্যালয় ও মুইধাড়া জুনিয়র হাই স্কুলের উদ্যোগে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন শুরু হল। এই উপলক্ষ্যে পদযাত্রা করা হয় সমগ্র মুইধাড়া এলাকায়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও মিড-ডে মিলের কর্মীরা। সপ্তাহ ব্যাপী বিদ্যালয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। অন্যদিকে, বর্ধমান নতুনগ্রাম এফপি স্কুলেও এই কর্মসূচি পালন করা হয়।