তিন দিন আগে নিখোঁজ এক কিশোরের পচা-গলা দেহ উদ্ধার হল দুর্গাপুরের সিটি সেন্টারে। দুর্গাপুর পুলিশ মৃত কিশোরের মোবাইলের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা বছর সতেরোর একাদশ শ্রেণীর ছাত্র কৌশল সাউ সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর নিখোঁজ কিশোরের পচা-গলা দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার দুপুরে সিটি সেন্টারে একটি বিনোদন পার্কের জলাশয়ের নীচ থেকে। পার্কের কর্মীরা জলাশয়ের নীচ থেকে দুর্গন্ধ বেরোনোর উৎস খুঁজতে গিয়ে কিশোরের মৃতদেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হয়। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
মৃতের মায়ের অভিযোগ, কৌশল সাউ বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমে আসক্ত হয়ে পড়েছিল। গেম খেলতে খেলতে বেজায় বদমেজাজি হয়ে পড়ে কৌশল। গেম খেলার জন্য পড়াশোনাও প্রায় লাটে ওঠে। গেম খেলতে গিয়ে ফিলিপিন্সের একটি কিশোরীর সঙ্গে তার আলাপ হয়, পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে কথা হতো কৌশলের। এমনকি ফিলিপিন্স যাওয়ার জন্য কৌশল প্রায়ই বাড়িতে অশান্তি করত বলেও দাবি পরিবারের লোকজনের। এরই মধ্যে ২৩ জানুয়ারি সকালে মর্নিং ওয়াক করতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় কৌশল সাউ। খোঁজ না মেলায় ফরিদপুর ফাঁড়িতে মিসিং ডায়েরি করা হয়। এরপর ২৭ জানুয়ারি তার মৃতদেহ উদ্ধার হয় সিটি সেন্টারের পার্কের কালভার্টের নীচের জলাশয় থেকে। ঠিক কি কারণে কৌশলের মৃত্যু হল, তার সঠিক তদন্ত চায় কৌশলের পরিবার। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর পূর্বের এসিপি তথাগত পান্ডে জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।