গত তিন-চার দিন ধরে কাঁকসার আরা কালীনগর এলাকায় প্রায় দিনভর জ্বলছে পথবাতি। বিদ্যুৎ দফতরের কর্মীদের বারবার বলা সত্ত্বেও বিদ্যুৎ দফতরের কর্মীদের কোন ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, গত তিন-চার দিন ধরে রাতের অন্ধকারে বেশিরভাগ পথবাতিই জলে না। তাই অন্ধকারে চলাফেরা করতে সমস্যা হয় এলাকার মানুষদের। অপরদিকে দিনের বেলায় বেশিরভাগ সময়ই জ্বলতে থাকে পথবাতি। গত কয়েকদিনে বিদ্যুতের অপচয় হচ্ছে শুধুমাত্র নজরদারির অভাবে এমনটাই অভিযোগ তুলেছেন এলাকার মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, যেখানে একদিন বিদ্যুৎ বিল দিতে দেরি হয় সেখানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেখানে আরা কালীনগর এলাকায় অবাধে বিদ্যুৎ অপচয় হচ্ছে গত কয়েকদিন ধরে। হুঁশ নেই বিদ্যুৎ দফতরের। কাঁকসা মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের সদস্য ফেলারাম গোস্বামী জানিয়েছেন, তিনিও বহুবার ওই এলাকায় গেছেন এবং তিনিও লক্ষ্য করেছেন রাতের বেলায় রাস্তার আলো জলে না। তবে দিনের বেলায় যদি পথবাতি জলে থাকে তবে বিদ্যুতের অপচয় তো হচ্ছেই। সে ক্ষেত্রে তিনি আধিকারিকদের সাথে কথা বলে যাতে বিদ্যুৎ অপচয় বন্ধ হয় তার চেষ্টা করবেন।