জেলাশাসক শশাঙ্ক শেঠির উদ্যোগে এবার আসানসোল ও দুর্গাপুরে পথকুকুর ও বিড়ালদের মাথার উপর ছাদের ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলে বার্নপুরের ইসকো এবং দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে এই প্রকল্পের জন্য শীঘ্রই প্রয়োজনীয় জমি চাওয়া হবে বলে জানা গেছে।

সম্প্রতি আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি পথকুকুর ও বিড়ালদের উপর অত্যাচার বন্ধে এক প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে একটি কমিটি গঠন করে সেই কমিটিকে জেলার পথকুকুর ও বিড়ালদের উপর অত্যাচার বন্ধে জেলাশাসক শশাঙ্ক শেঠি কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন বলে জানা গেছে। এই কমিটির কাজ হবে প্রথমে জেলার কোন এলাকায় কত পথকুকুর ও বিড়াল রয়েছে তার গণনা করা এবং তাদের পর্যবেক্ষণ করা। তারপর সেই সব পথকুকুর ও বিড়ালদের টিকাকরণ করে তাদের সঠিক আশ্রয়ে পৌঁছে দেওয়া। সেই আশ্রয়স্থলে পথকুকুর ও বিড়ালদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা পরিষেবাও দেওয়া হবে বলে জানা গেছে। এর জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন জেলাশাসক শশাঙ্ক শেঠি স্বয়ং। আর এই কমিটিতে থাকছেন প্রাণীসম্পদ দফতরের আধিকারিকরা সহ পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

Like Us On Facebook