সাতসকালে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল। গ্রামে হাতি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কামারহাটী গ্রামের ঘটনা। বাঁকুড়া থেকে দলছুট এই দাঁতালটি পূর্ব বর্ধমানের মাধবডিহি হয়ে এই মুহূর্তে হুগলির আরামবাগ এলাকায় অবস্থান করছে। তাকে পুনরায় বাঁকুড়ার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একযোগে কাজ করছে বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমান বন ও বন্যপ্রাণ দফতর। ঘটনাস্থলে উপস্থিত আছেন বিভাগীয় বনাধিকারিক (বর্ধমান রেঞ্জ) নিশা গোস্বামী। বনদফতর সূত্রে জানা গেছে, দাঁতালটি বাঁকুড়ার জঙ্গল থেকেই দলছুট হয়ে হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর নেই বলেই বনদফতর সূত্রে জানা গেছে।
Like Us On Facebook