মেমারির নুদিপুর বিএস বিদ্যামন্দিরের ছাত্র জগন্নাথ মান্ডি ২৫৮ পেয়ে মাধ্যমিক পাশ করল। প্রতিবন্ধকতাকে জয় করার পাশাপাশি প্রতিকূল পরিবেশের মাঝেই এবছর পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দেয় মেমারির সিমলা আদিবাসীপাড়ার বাসিন্দা জগন্নাথ মান্ডি। এই আদিবাসী পাড়া থেকে জগন্নাথই একমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। নুদিপুর ভুপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের মাধ্যমিকের ছাত্র জগন্নাথ মান্ডির দুটি হাতই প্রতিবন্ধকতাপূর্ণ। হাতের বদলে পা দিয়েই সে লেখালেখি করে। মাধ্যমিকে তার সিট পড়েছিল বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর খুশী জগন্নাথ। জগন্নাথ বাংলায় পেয়েছে ৩১, ইংরাজীতে ২৫, অংকে ৩৫, পদার্থবিজ্ঞানে ৪২, জীবনবিজ্ঞানে ৪১, ইতিহাসে ৩৮ এবং ভূগোলে ৪৬। জগন্নাথ জানিয়েছে, ‘আমার মত যারা আছে তাঁরা যেন ভালো করে পড়াশুনা করে। পড়াশোনা চালিয়ে যায়।’ জগন্নাথ জানিয়েছে, তার স্বপ্ন শিক্ষক হওয়ার। আর এই শিক্ষক হয়ে তার মত যারা আছে তাদের পাশে দাঁড়াতে চায় সে। এদিন জগন্নাথের প্রতিবেশীরা জানিয়েছেন, জগন্নাথদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। জমি জায়গা নেই। বাবা এবং মা দুজনেই আলাদাভাবে ছেড়ে চলে গেছে। এখন প্রায় ৯০ বছরের ঠাকুমার কাছে থাকে। এক দাদা অন্য জায়গায় কাজ করে, সে কিছু খরচ দেয়। সেই খরচ দিয়েই কোনরকমে পড়াশোনা করছে জগন্নাথ। জগন্নাথের এই ফলাফলে খুশী স্কুলের শিক্ষকরাও। এদিন তাঁরা জানিয়েছেন, জগন্নাথকে তাঁরা সবরকমের সহায়তা করতে প্রস্তুত।