বর্ষার শুরুতে চাষবাস শুরুর আগে প্রতি বছর কাঁকসার বিষ্ণুপুরের চাষীবাসী মানুষ ভালো ফসলের জন্য মা শ্যামা রূপার বিশেষ পুজো ভোগ দিয়ে থাকেন।
প্রতি বছরের মত এবারও আজ, মঙ্গলবার কাঁকসার গড়ের জঙ্গলে নিয়ম মেনে মা শ্যামা রূপার পুজো দিলেন বিষ্ণুপুর গ্রামের মানুষজন। পুজোর পর মহাপ্রসাদ গ্রামের মানুষ সকলেই ভক্তিভরে গ্রহণ করলেন। এদিন মা শ্যামা রূপার পুজো ভোগ দিয়ে বিষ্ণুপুরের গ্রামের মানুষ গ্রামের মঙ্গল কামনা করেন পাশাপাশি ভালো ফসলের জন্য প্রর্থনা করেন। এই উপলক্ষে এদিন গড়ের জঙ্গলে মা শ্যামা রূপার মন্দিরে ছিল উৎসবের আমেজ।
Like Us On Facebook