.

কাঁকসার প্রয়াগপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাচ্চাদের মধ্যে বই, খাতা,পেন্সিল, চকলেট প্রদান করা হল। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয় এদিন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের পশ্চিম বর্ধমানের সভাপতি জানিয়েছেন তাঁরা সকল প্রকার সেবামূলক কাজের সাথে যুক্ত। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাঁরা এদিন ৫০ জন বাচ্চাকে বই, খাতা, পেন্সিল উপহার দিয়েছেন। আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও বড় করার চেষ্টা করবেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ মিশনের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম ব্যানার্জী, সম্পাদক পাপু লোহার, কাজল মন্ডল, দীপক পোড়েল, জামির আলি সহ হেলথ মিশনের অন্যান্য সদস্যরা।

Like Us On Facebook