বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে নিজের জয়ের খবর কানে আসতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ উচ্ছ্বসিত হয়ে জয় উৎসর্গ করলেন স্ত্রী সুজাতা খাঁকে। কোর্টের নির্দেশে বাঁকুড়া জেলায় যাওয়া মানা, তাই দুর্গাপুরের পিয়ারলেস হোটেলে বসেই দলীয় কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিলেন পরিবারের লোকজনদের সঙ্গে। জয়ের কান্ডারী স্ত্রী সুজাতা খাঁ তখনও বিষ্ণুপুরের গণনা কেন্দ্রে ব্যস্ত। জয়ের খবরে দুর্গাপুরে সৌমিত্র খাঁ উচ্ছ্বসিত হয়ে দুহাত তুলে স্ত্রী সুজাতার উদ্দেশ্যে সেই জয় উৎসর্গ করে বললেন, ‘সুজাতা আই লাভ ইউ’। এরপর উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে জয় শ্রীরাম, হরহর মোদী, ভারত মাতা কি জয় ধ্বনিতে বিজয়ী প্রার্থী সৌমিত্র খাঁ আকাশ বাতাস মুখরিত করে তুললেন।
এদিন জয়ের খবর শুনে সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল কংগ্রেস দল এখন দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে। আমি তৃণমূল কংগ্রেসে থেকে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়ে যাই। সেই লড়াই দেখেছে বিষ্ণুপুরের মানুষ। আমি বিষ্ণুপুরের ভূমিপুত্র তাই বিষ্ণুপুরের মানুষ আমার লড়াইয়ে পাশে থেকেছেন। মোদীজী, অমিতজী, মুকুলদা ও বিষ্ণুপুরের মানুষ আমার সঙ্গে আছেন বলেই আমার এই জয় সম্ভব হল।’
এদিন বিজেপির এই বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছিলেন, সৌমিত্র খাঁ জিততে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। তবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে বলব না। কিন্তু মানুষকে সম্মান করে কথা বলার অনুরোধ করব।’ এদিন সৌমিত্র খাঁকে ঘিরে দুর্গাপুরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?