ভোটে জেতার পর প্রথমবার নিজের জেলায় পা রাখার আগে দুর্গাপুর ব্যারেজ পার করে বাঁকুড়া বর্ডারে বাঁকুড়ার মাটিকে নতজানু হয়ে প্রণাম করে বাঁকুড়ায় ঢুকলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। হাইকোর্টের নির্দেশে বিষ্ণুপুরের আদালতে সোমবার সকালে সৌমিত্র খাঁ তাঁর বিরুদ্ধে চলা মামলার জামিন নিতে আসেন। যদিও এদিন বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে দেন বলে জানা গেছে।
এদিন বিষ্ণুপুর আদালতে যাওয়ার পথে দুর্গাপুরের দামোদর ব্যারেজ পার হয়ে বাঁকুড়ার বড়জোড়ায় পৌঁছান সৌমিত্র খান। বাঁকুড়ায় প্রবেশের মুখে দুর্গাপুর ব্যারেজে তাঁকে স্বাগত জানাতে ফুল-মালা নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বাঁকুড়ার মাটিতে পৌঁছেই সাংসদ গাড়ি থেকে নেমে নতজানু হয়ে প্রণাম করেন বাঁকুড়ার মাটিকে। বাঁকুড়ার মাটিতে পা দিতেই সৌমিত্র খাঁয়ের দু’চোখে জলে ভরে ওঠে। সাংসদের আবেগ দেখে দলীয় কর্মীরাও আবেগে সৌমিত্র খাঁয়ের নামে জয়ধ্বনি দিতে থাকেন। এদিন বাঁকুড়ার মাটিতে পা দিয়েই সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর স্ত্রী সুজাতা খাঁ বিষ্ণুপুরের মানুষের উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেন। জানা গেছে, এদিন বিষ্ণুপুর আদালতে সাংসদের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করার কারণেই এদিন জামিন মেলেনি সাংসদের।