পশ্চিম বর্ধমান জেলাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও ডিভিসির জল ছাড়ায় আউশগ্রামে কুনুর নদীর জল হঠাৎ বেড়ে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছে আউশগ্রামের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাত থেকেই কুনুর নদীর জল বাড়তে থাকে। শনিবার সকালে দেখা যায় আউশগ্রামের বাঘরাই, বাবুরবাঁধ সহ কয়েকটি গ্রাম প্লাবিত। এই সমস্ত গ্রামে জল ঢুকে বেশকিছু ঘরবাড়ি প্লাবিত হয়ে গিয়েছে। কয়েকটি মূল রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বইতে শুরু করেছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আউশগ্রাম ভেদিয়া সড়কপথ, আউশগ্রাম মোড়বাঁধ রোড, ও আউশগ্রাম কালীদহ রোডে। জলের উপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন রুটের বাস। সেতু জলের তলায় থাকায় কার্যত যাত্রী নামিয়ে চলছে পারাপার। পাশাপাশি প্রচুর ধানজমি জলের তলায়। ফলে এলাকার ধানজমির যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।
আউশগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু বলেন, পশ্চিম বর্ধমানের বৃষ্টিপাত ও ডিভিসির জল ছাড়ায় কুনুর নদীতে জল বেড়েছে। শুক্রবার রাত থেকেই আমরা নজর রাখছি। প্রশাসনিকভাবে সমস্ত রকম সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে এখন জল কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার পর্যন্ত টানা চলে বৃষ্টি। ফলে তার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার কুনুর নদী সংলগ্ন এলাকায়। কুনুর নদীর জলের চাপ বাড়িয়ে দেওয়ার পর আউশগ্রাম এলাকার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এমনিতেই কুনুর অপরিসর নদী। নাব্যতাও কম। তাই জল প্রচণ্ড বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন জনবসতি এলাকা ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গিয়েছে। প্লাবিত কয়েকশো বিঘা ধানজমিও।