জামুড়িয়ায় ইসিএলের পরিত্যক্ত ওয়েস্ট কেন্দা খনিতে আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। জানা গেছে, রবিবার রাত থেকে খনির দুটি র্যাট হোল বা সুড়ঙ্গ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয়রা। সোমবার স্থানীয় মানুষজন আগুন নেভানোর দাবিতে বিক্ষোভ দেখান এলাকায়।
খনিতে আগুন লাগার খবর পেয়ে সোমবার সকালে ইসিএল আধিকারিকরা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর জন্য তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় মানুষজনের অভিযোগ, অবৈধ খনন ও পাচারের জন্যই বারবার এই ধরণের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকেই জামুড়িয়ায় ইসিএলের পরিত্যক্ত ওয়েস্ট কেন্দা খনিতে অবৈধ খননের জন্য বানানো সুড়ঙ্গ (র্যাট হোল) থেকে ঘন কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কয়লা পাচারকারীরা অবৈধ খননের পর ঠিকমত ফিলিং না করায় র্যাট হোল দিয়ে বাতাসের অক্সিজেন খনির ভিতর ঢুকে আগুনের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, ওই এলাকাটি ইতিমধ্যেই বিপজ্জনক ঘোষণা করেছে ইসিএল।