.

এলাকার মানুষকে মৎস্য চাষে উৎসাহিত করতে বৃহস্পতিবার কাঁকসা ব্লকের ৫ জন মৎস্যজীবীকে কাঁকসা ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ২৫ কেজি কাতলা মাছের চারা পোনা ও ২ কেজি করে চুনের প্যাকেট তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার কর্মাধ্যক্ষ দেবদাস বক্সী ও প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক অজয় সিংহ মৎস্যজীবীদের হাতে মাছের পোনা ও চুনের বস্তা তুলে দেন।

Like Us On Facebook