.

বুধবার সকালে জামুড়িয়ার শ্যাম সেল কারখানায় সিন্টার ডিপার্টমেন্টে কাজ করার সময় শট সার্কিটের কারণে ধরম বাহাদুর (৩০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়৷ সহকর্মীরা আহত অবস্থায় ধরম বাহাদুরকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়৷ ধরম বাহাদুরের বাড়ি নিউ কেন্দা অঞ্চলে বলে জানা গেছে৷ কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সুমিত চক্রবর্তী জানান, ধরম বাহাদুর তাদের কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছিল৷ কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়ায় ধরমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে৷

Like Us On Facebook